Technology Help
https://banglaeducation4u.blogspot.com/2021/04/blog-post_6.html
কখন পূর্ণ অভ্যান্তরীন প্রতিফলন হবে ?
বিজ্ঞাপন স্পেসের আগে / পরে
যখন আলোকরশ্মি কোন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হয় তখন তা আবার প্রথম মাধমেই ফিরে আসে তখন তাকে পূর্ণ অভান্তরীন প্রতিফলন বলে।
অর্থাৎ আপাতন কোণের মান যখন ক্রান্তি কোণের চেয়ে বড় হয় তখনই কেবল পূর্ণ অভ্যান্তরিন প্রতিফলন ঘটে।
পূর্ণ অভ্যন্তরিন প্রতিফলন এর শর্তসমূহঃ
- আলোকরশ্মি অবশ্যই ঘন মাধ্যম হতে হাল্কা এর দিকে জেতে হবে।
- আপাতন কোণের মান ক্রান্তি কোণের চেয়ে বর হতে হবে।
বিজ্ঞাপন স্পেসের আগে / পরে


0 মন্তব্য
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন.