Youtube

Technology Help https://banglaeducation4u.blogspot.com/2021/04/blog-post.html

বস্তুর ভর ধ্রুব হলেও ওজন ধ্রুব নয় কেন - ব্যাখ্যা করো ।

বিজ্ঞাপন স্পেসের আগে / পরে

 বস্তুর ভর হলো বস্তুতে বিদ্যমান মোট পদার্থের পরিমান । অর্থাৎ বস্তুতে কি পরিমান অনু পরমানু আছে 

তার পরিমানই হলো বস্তুর ভর। কোন বস্তুতে সাধারনত এই অনু পরমানুর সংখ্যার কোন পরিবর্তন হয় না ফলে বস্তুর ভরের ও কোন পরিবর্তন হয় না অর্থাৎ বস্তুর ভর ধ্রুব থাকে।  অন্যদিকে বস্তুর ‍ওজন হলো বস্তুটিকে কি পরিমান বল দ্বারা পৃথিবী কেন্দ্রের দিকে টানছে। পৃথিবীর কেন্দ্রের দিকে এই আকর্ষণ বলের মান বস্তুর ভর ও অভিকর্ষজ ত্বরণ এর মানের উপর নির্ভর করে। বস্তুর ভর ধ্রুব হলেও অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন। ফলে বস্তুর ওজন ও পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয়।

সুতরাং অভিকর্ষজ ত্বরণের তারতম্যের কারনে কোন বস্তুর ভর ধ্রুব হলেও ওজন ধ্রুব নয়।



উদাহরনঃ ধরো তোমার ভর পৃথিবীতে 40 কেজি

তাহলে তোমার ওজন পৃথিবীতে 40*9.8=392 ‍নিউটন

এখন তুমি যদি চাদে ভ্রমন করো তাহলে

চাদে তোমার ভর হবে 40 কেজি

এবং চাদে তোমার ওজন হবে 40* 1.63=65.2 নিউটন ( চাদে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের ৬ ভাগের ১ ভাগ )

অ্রর্থাৎপৃথিবীতে এবং চাদে উভয় জায়গায় ভর সমান ( 40 কেজি ) হলেও ওজন সমান না।


বিজ্ঞাপন স্পেসের আগে / পরে

অন্যদের সাথে শেয়ার করুন:

Jahid Hasan
পোস্ট করেছেনঃ Jahid Hasan
পোস্ট ক্যাটাগরি
0 মন্তব্য

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন. ??

Pages

Horizontal Ad Space

আইটি ছাদিক কী?